Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

গনপূর্ত অধিদপ্তর নিম্নে বর্নিত সেবা প্রদান করে করে থাকে:

 

. সরকারের বিভিন্ন মন্ত্রনালয়ের অধীনস্থ ভবন নির্মাণকাজ।

 

• হাসপাতাল ভবনের নির্মাণ, মেরামত ও রক্ষনাবেক্ষণ ।

 

• সিভিল সার্জন অফিস ভবন , বাসভবন,২৫০ বেড হাসপাতাল নির্মাণ, মেরামত ও রক্ষনাবেক্ষণ। (স্বাস্থ্য মন্ত্রণালয়)।

 

• পুলিশ বিভাগের সকল অফিস ভবন ও বাসভবনের নির্মাণ, মেরামত ও রক্ষনাবেক্ষণ (স্বরাষ্ট্র মন্ত্রণালয়)।

 

• জেলা কারাগারের সকল অফিস ও বাসভবনের নির্মাণ, মেরামত ও রক্ষনাবেক্ষণ (স্বরাষ্ট্র মন্ত্রণালয়)।

 

• জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন অফিস ও বাসভবনের নির্মাণ, মেরামত ও রক্ষনাবেক্ষণ।

 

• আইন বিচার ও সংসদ মন্ত্রণালয়ের আওতায় সকল অফিস ভবন ও বাসভবনের নির্মাণ, মেরামত ও রক্ষনাবেক্ষণ।

 

• সংস্থাপন মন্ত্রণালয়ের আওতার সকল অফিস ভবন ও বাসভবনের নির্মাণ, মেরামত ও রক্ষনাবেক্ষণ।

 

• গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরগুনা জেলার সকল অফিস ভবন ও বাসভবনের নির্মাণ, মেরামত ও রক্ষনাবেক্ষণ।

 

· মন্ত্রণালয়ের আওতাধীন সরকারের নিজস্ব ও ভাড়াকৃত ভবনের ভাড়া নির্ধারণ ও আদায়করণ।

 

· সরকারী সকল স্মৃতিসৌধ নির্মাণ ও রক্ষনাবেক্ষণ।

 

· প্রাপ্যতা সাপেক্ষে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তরের অফিস বাসস্থান প্রদান।